অবস্থানের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অন্তরজ

testwiki থেকে
imported>ShakilBoT কর্তৃক ১৩:০২, ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে সংশোধিত সংস্করণ (তথ্যসূত্র সংশোধন ও পরিষ্কারকরণ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
অবস্থানের বিভিন্ন সময় সময়-অন্তরজ

পদার্থবিজ্ঞানে অবস্থানের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অন্তরজকে সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের ডেরিভেটিভ অর্থাৎ অন্তরজরূপে সংজ্ঞায়িত করা হয়, যেখানে সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অন্তরজকে যথাক্রমে বেগ, ত্বরণজার্ক নামে অভিহিত করা হয়। প্রথম তিনটি অন্তরজ যতটা দৃষ্টিগোচর হয়, উচ্চতর-ক্রমের অন্তরজগুলো ততটা দেখা মেলে না এবং এগুলোর খুব কমই ব্যবহারিক প্রয়োগ রয়েছে। এই কারণে এদের জন্য যে নামগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো আদর্শ পরিভাষা হিসেবে স্বীকৃতি পায়নি। তা সত্ত্বেও, সর্বনিম্ন স্ন্যাপ গতিপথের একটি ধারণা রোবোটিকসে ব্যবহার করা হয়েছে এবং একে ম্যাটল্যাবে বাস্তবে রূপান্তর করা হয়েছে।[]

চতুর্থ অন্তরজকে সচরাচর স্ন্যাপ বা জাউন্স নাম দিয়ে নির্দেশ কর হয়। চতুর্থ অন্তরজের জন্য স্ন্যাপ নামের পর আসে ক্র্যাকলপপ নাম দুটি যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ অন্তরজের জন্যে। স্ন্যাপ, ক্র্যাকলপপ‍ নামগুলোর অনুপ্রেরণা নেওয়া হয়েছে স্ন্যাপ, ক্র্যাকল ও পপ নামের এক একটি বিজ্ঞাপনী মাসকট থেকে। এই পরিভাষাগুলো মাঝে মধ্যে ক্ষেত্রবিশেষে ব্যবহার করা হয়, যদিও সেটা করা হয় "কখনো কখনো কিছুটা হাস্যরসাত্মকভাবেই"।

চতুর্থ অন্তরজ (স্ন্যাপ / জাউন্স)

স্ন্যাপ[] বা জাউন্স হলো সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের চতুর্থ অন্তরজ, অর্থাৎ সময়ের সাপেক্ষে জার্ক-এর পরিবর্তনের হার। একইভাবে, এটি হচ্ছে ত্বরণের দ্বিতীয় অন্তরজ অথবা বেগের তৃতীয় অন্তরজ। আর একে সংজ্ঞায়িত করা হয় নিচের যেকোনো রাশিমালা দিয়ে, যেখানে এই রাশিমালাগুলো পরস্পরের সমতূল্য।

s=dȷdt=d2adt2=d3vdt3=d4rdt4.

নিচের সমীকরণগুলো ধ্রুব স্ন্যাপের জন্য ব্যবহার করা হয়:

ȷ=ȷ0+st,
a=a0+ȷ0t+12st2,
v=v0+a0t+12ȷ0t2+16st3,
r=r0+v0t+12a0t2+16ȷ0t3+124st4,

এখানে

s হলো ধ্রুব স্ন্যাপ,
ȷ0 হলো আদি জার্ক,
ȷ হলো শেষ জার্ক,
a0 হলো আদি ত্বরণ,
a হলো শেষ ত্বরণ,
v0 হলো আদি বেগ,
v হলো শেষ বেগ,
r0 হলো আদি অবস্থান,
r হলো শেষ অবস্থান এবং
t হলো আদি ও শেষ অবস্থার মধ্যে সময় ব্যবধান।

s সংকেতটিকে সরণ ভেক্টরের সাথে গুলিয়ে ফেলা যাবে না; সরণের জন্য সচরাচর এই সংকেতই ব্যবহার করা হয়। স্ন্যাপের জন্য s-এর ব্যবহার করেছিলেন ম্যাট ভিসার।

স্ন্যাপের মাত্রা হলো দূরত্ব / সময়ের চতুর্ঘাত (LTটেমপ্লেট:Sup)। এর এসআই একক হলো "মিটার প্রতি চতুর্ঘাতীসেকেন্ড" m/s4 বা m⋅s−4 এবং সিজিএস একক হলো 100 গ্যাল প্রতি বর্গসেকেন্ড (100 gal.s−2)।

পঞ্চম অন্তরজ

সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের পঞ্চম অন্তরজকে কখনো কখনো ক্র্যাকল নামটি দিয়ে নির্দেশ করা হয়। ক্র্যাকল হচ্ছে সময়ের সাপেক্ষে স্ন্যাপের পরিবর্তনের হার। নিচে দেওয়া পরস্পরের সমতূল্য রাশিমালাগুলোর যেকোনো একটি দিয়ে ক্র্যাকলকে সংজ্ঞায়িত করা যায়:

c=dsdt=d2ȷdt2=d3adt3=d4vdt4=d5rdt5

ধ্রুব ক্র্যাকলের জন্য নিচের সমীকরণগুলো ব্যবহার করা হয়:

s=s0+ct
ȷ=ȷ0+s0t+12ct2
a=a0+ȷ0t+12s0t2+16ct3
v=v0+a0t+12ȷ0t2+16s0t3+124ct4
r=r0+v0t+12a0t2+16ȷ0t3+124s0t4+1120ct5

এখানে,

c হলো ধ্রুব ক্র্যাকল,
s0 হলো আদি স্ন্যাপ,
s হলো শেষ স্ন্যাপ,
ȷ0 হলো আদি জার্ক,
ȷ হলো শেষ জার্ক,
a0 হলো আদি ত্বরণ,
a হলো শেষ ত্বরণ,
v0 হলো আদি বেগ,
v হলো শেষ বেগ,
r0 হলো আদি অবস্থান,
r শেষ অবস্থান এবং
t হলো আদি ও শেষ অবস্থার মধ্যে সময় ব্যবধান।

ক্র্যাকলের মাত্রা হলো LT−5এসআই একক হলো m/s5 বা m.s−5 এবং সিজিএস একক হলো 100 গ্যাল প্রতি ঘনসেকেন্ড বা 100 gal.s−3

ষষ্ঠ অন্তরজ

সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের ষষ্ঠ অন্তরজকে পপ নামটি দিয়ে নির্দেশ করা হয়। পপ হলো সময়ের সাপেক্ষে ক্র্যাকলের পরিবর্তনের হার। পরস্পরের সমতূল্য নিচের রাশিমালাগুলোর যেকোনোটি দিয়ে পপকে সংজ্ঞায়িত করা যায়:

p=dcdt=d2sdt2=d3ȷdt3=d4adt4=d5vdt5=d6rdt6

পপ ধ্রুব থাকলে নিচের সমীকরণগুলো ব্যবহার করা যায়:

c=c0+pt
s=s0+c0t+12pt2
ȷ=ȷ0+s0t+12c0t2+16pt3
a=a0+ȷ0t+12s0t2+16c0t3+124pt4
v=v0+a0t+12ȷ0t2+16s0t3+124c0t4+1120pt5
r=r0+v0t+12a0t2+16ȷ0t3+124s0t4+1120c0t5+1720pt6

এখানে,

p হলো ধ্রুব পপ
c0 হলো আদি ক্র্যাকল,
c হলো শেষ ক্র্যাকল,
s0 হলো আদি স্ন্যাপ,
s হলো শেষ স্ন্যাপ,
ȷ0 হলো আদি জার্ক,
ȷ হলো শেষ জার্ক,
a0 হলো আদি ত্বরণ,
a হলো শেষ ত্বরণ,
v0 হলো আদি বেগ,
v হলো শেষ বেগ,
r0 হলো আদি অবস্থান,
r হলো শেষ অবস্থান আর
t হলো আদি ও শেষ অবস্থা দুটির সময় ব্যবধান।

পপের মাত্রাকে LT−6 আকারে লেখা যায়, এসআই এককে যা হবে m/s6 বা m.s−6 এবং সিজিএস-এ হবে 100 গ্যাল প্রতি চতুর্ঘাতীসেকেন্ড বা 100 gal.s−4

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

টেমপ্লেট:সূত্র তালিকা

টেমপ্লেট:সৃতিবিদ্যা