৬৬৬ (সংখ্যা)
টেমপ্লেট:সম্পর্কে টেমপ্লেট:তথ্যছক সংখ্যা
৬৬৬ (ছয়শত ছেষট্টি) সংখ্যাটি ৬৬৫ এর পরবর্তী ও ৬৬৭ এর পূর্ববর্তী একটি স্বাভাবিক সংখ্যা। এটি একটি যুগ্ম সংখ্যা ও পূর্ণ সংখ্যা। খ্রিস্টধর্মে,নূতন নিয়মে প্রেরিত শিষ্য যোহনের নিকট প্রকাশিত বাক্যে রিভিলেশনের ১৩ অধ্যায়ে (বেশিরভাগ পাণ্ডুলিপিতে) ৬৬৬ সংখ্যাকে "নাম্বার অফ দ্যা বিস্ট" বা জন্তু সংখ্যা বলা হয়েছে।। [১] [২] [৩]
গণিতে - ৬৬৬
৬৬৬ হলো প্রথম ৩৬টি স্বাভাবিক সংখ্যার যোগফল (, অর্থাৎ (টেমপ্লেট:Nowrap)। তাই, ৬৬৬ একটি ত্রিকোণ সংখ্যা। যেহেতু, ৩৬ একটি ত্রিকোণ সংখ্যা, তাই, ৬৬৬ একটি দ্বৈত ত্রিকোণ সংখ্যা সংখ্যা। যেমন- টেমপ্লেট:Nowrap; ১৫ এবং ২১ ও ত্রিকোণ সংখ্যা, টেমপ্লেট:Nowrap।
বেইস ১০ বা ১০ ভিত্তিতে, ৬৬৬ একটি রেপডিজিট সংখ্যা। এই কারণে, ৬৬৬ একটি প্যালিন্ড্রোমীয় সংখ্যা এবং একটি স্মিথ সংখ্যা। বেইস -১০ এ, ১/১৪৯-এর উপর ভিত্তি করে একটি প্রাইম রেসিপ্রোকাল ম্যাজিক বর্গের এর ম্যাজিক যোগফল হলো ৬৬৬। ৬৬৬ এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হলো- ২ • ৩২ •৩৭। এছাড়া, ৬৬৬ হলো প্রথম সাতটি মৌলিক সংখ্যার বর্গের যোগফল- ।
পূর্ণসংখ্যার সংখ্যা যা ৬৬৬ এর সহমৌলিক- ৬•৬•৬ এবং যমজ প্রাইম সংখ্যা যা + ৬৬৬ কম তা হলো ৬৬৬। [৪]
রোমান সংখ্যায়, ৬৬৬ লেখা হয় DCLXVI। যাতে সকল বর্ণ একবার ব্যবহার করে অবরোহণ ক্রমে লেখা হলেও এদের মান ১০০০ থেকে কম হয়, (অর্থাৎ, D = ৫০০, C = ১০০, L = ৫০, X = ১০, V = ৫, I = ১)।
ধর্মমতে - ৬৬৬
নাম্বার অফ দ্যা বিস্ট বা শয়তান সংখ্যা
অন্যান্য বিষয়ে
হাস্যরসে - ৬৬৬
আরো দেখুন
তথ্যসূত্র
- ↑ টেমপ্লেট:বাংলা বাইবেল
- ↑ Beale, Gregory K. (1999). The Book of Revelation: A Commentary on the Greek Text. Grand Rapids, Michigan: Wm. B. Eerdmans Publishing. p. 718. টেমপ্লেট:আইএসবিএন. Retrieved 9 July 2012.
- ↑ টেমপ্লেট:ওয়েব উদ্ধৃতি
- ↑ Chris K. Caldwell and G. L. Honaker, Jr.,Curio for 666