সেলেনিয়াম টেট্রাব্রোমাইড

testwiki থেকে
imported>ShakilBoT কর্তৃক ১৫:১৭, ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (তথ্যসূত্র সংশোধন ও পরিষ্কারকরণ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

টেমপ্লেট:Chembox

সেলেনিয়াম টেট্রাব্রোমাইড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত SeBr4

প্রস্তুতি

সেলেনিয়ামের সঙ্গে ব্রোমিন মিশিয়ে বিক্রিয়া করে সেলেনিয়াম টেট্রাব্রোমাইড তৈরি করা যায়।[][] বিক্রিয়াটি এই রকম:

 Se+2Br2SeBr4

ধর্ম

সেলেনিয়াম টেট্রাব্রোমাইডের দুটি বহুরূপতা রয়েছে। একটি হলো ত্রিকোণাকার কালো রঙের আলফা সেলেনিয়াম টেট্রাব্রোমাইড (α-SeBr4) এবং অন্যটি হলো কমলা-লাল রঙের মনোক্লিনিক গঠনযুক্ত বিটা সেলেনিয়াম টেট্রাব্রোমাইড ( β-SeBr4)। উভয় বহুরূপতাতেই টেট্রামেরিক কিউবেন-এর মতো Se4Br16 ইউনিট রয়েছে। এই কিউবেন-টাইপ ক্লাস্টার হল একটি আণবিক কাঠামোতে পরমাণুর একটি বিন্যাস যা একটি ঘনক গঠন করে। তবে সেলেনিয়াম টেট্রাব্রোমাইডের দুটি বহুরূপতায় সাজানোর গঠনে ভিন্নতা রয়েছে।[] কার্বন ডাইসালফাইড, ক্লোরোফর্ম এবং ইথাইল ব্রোমাইড দ্রাবকে সেলেনিয়াম টেট্রাব্রোমাইড দ্রবীভূত হয়, কিন্তু জলে ভেঙ্গে যায়। [] সেলেনিয়াম টেট্রাব্রোমাইড ভেজা বাতাসে সেলেনাস অ্যাসিড তৈরি করে।

যৌগটি শুধুমাত্র একটি ব্রোমিন সম্পৃক্ত পরিমণ্ডলে স্থিতিশীল। নমুনা পরিমাপ করে দেখা গিয়েছে যে এই যৌগটি ভেঙ্গে গিয়ে সেলেনিয়াম মনোব্রোমাইড এবং ব্রোমিন তৈরি করে।[]

 2SeBr4Se2Br2+3Br2

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা