বার্লোর সূত্র

testwiki থেকে
imported>ShakilBoT কর্তৃক ০৭:৪৩, ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে সংশোধিত সংস্করণ (তথ্যসূত্র সংশোধন ও পরিষ্কারকরণ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

বার্লোর সূত্র (জার্মান ভাষায় "কেসেলফরমেল" [] বলা হয়) হলো একটি পাইপ বা নলের অভ্যন্তরীণ চাপের সাথে সম্পর্কিত একটি সূত্র। এই সূত্র অনুসারে একটি নলের অভ্যন্তরীণ চাপ সেই নলের মাত্রা (ব্যাস ও বেধের মাপ) এবং নলের উপাদানের সহতামাত্রার উপর নির্ভর করে। ইংরেজ গণিতবিদ পিটার বার্লো এই বিষয়টি প্রথম নজরে আনেন। তাই তার নামে অনুসারে এই সূত্রটির নামকরণ করা হয় বার্লোর সূত্র।[]

বার্লোর সূত্রকে নিম্নলিখিত সমীকরণ দিয়ে লেখা হয়:

P=2σθsD
নলের প্রস্থচ্ছেদ
,

যেখানে,

P : অভ্যন্তরীণ চাপ,
σθ : অনুমোদিত চাপ ,
s : নলের দেয়ালের বেধ,
D : নলেরবাইরে ব্যাস।

এই সূত্রটি (DIN 2413) অটোক্লেভ এবং অন্যান্য চাপবাহী পাত্র নির্মাণের প্রযুক্তিতে ব্যবহার করা হয়।

প্রয়োগ

জটিল চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার নকশায় বার্লোর সূত্র প্রয়োগ হয়। উদাহরণস্বরূপ, ১০০টি দেশে জাহাজের প্রেশার ভেসেলের নকশা এবং পরীক্ষার জন্য আমেরিকান সোসাইটি ফর মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার্স অনুমোদিত ASME BPVCcode-এ বার্লোর সূত্রের ব্যবহার দেখা যায়।[]

পাইপলাইন শিল্পেও এই সূত্রটি পাইপের মান যাচাই করার জন্য ব্যবহার করা হয়। বিশেষকরে পাইপলাইনের মধ্যদিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের পরিবহন ও বিতরণের জন্য ব্যবহৃত পাইপ কতটা নিরাপদে ব্যবহারিক চাপ সহ্য করতে পারে তা নির্ণয়ের জন্য। এক্ষেত্রে সর্বোচ্চ ব্যবহারিক চাপ (এমএওপি) নির্ণয়ের জন্য বার্লোর সূত্র থেকে গননা করা চাপের মানকে একটি ডিজাইন ফ্যাক্টার দিয়ে গুণ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এই ডিজাইন ফ্যাক্টরটি পাইপের শ্রেণির উপর নির্ভরশীল। চারটি শ্রেণির জন্য ডিজাইন ফ্যাক্টারের মান ভিন্ন:[]

ক্লাস সংজ্ঞা ডিজাইন
ফ্যাক্টর
সমুদ্রতীর থেকে দূরবর্তী এলাকা বা কোনো শ্রেণির অবস্থানের ক্ষেত্রে যেখানে মানুষের বসবাসের জন্য ১০ বা তার কম ভবন বা কোনো স্থাপনা রয়েছে ০.৭২
যে কোনো শ্রেণির অবস্থান যেখানে ১০টির বেশি কিন্তু ৪৬টির কম ভবন বা কোনো স্থাপনা মানুষের বসবাসের উদ্দেশ্যে রয়েছে ০.৬০
যে কোনো জায়গা যেখানে ৪৬টি বা তার বেশি ভবন বা কোনো স্থাপনা রয়েছে যা মানুষের বসবাসের জন্য বা এমন কোনো এলাকায় যেখানে পাইপলাইনটি একটি ভবনের ১০০ গজ (৯১ মিটার) মধ্যে অবস্থিত বা তার থেকে কম, যেখানে সুনির্দিষ্ট বহিরঙ্গন এলাকা (যেমন একটি খেলার মাঠ, বিনোদন এলাকা, আউটডোর থিয়েটার, বা জনসমাবেশের স্থান) রয়েছে যা ২০ বা ততোধিক ব্যক্তি সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন ১০ সপ্তাহের জন্য দখল করে থাকে ১২-মাসের সময়কাল-সপ্তাহ ধরে পরপর হতে হবে এমন নয় ০.৫০
যে কোনো শ্রেণির অবস্থান যেখানে ভূমির উপরে চার বা ততোধিক তলা বিশিষ্ট ভবন বা কোনো স্থাপনা রয়েছে ০.৪০

বহিঃসংযোগ

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা