পিথাগোরাসের উপপাদ্য

testwiki থেকে
imported>K9N7 কর্তৃক ১৪:৫৯, ১৪ মার্চ ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (সম্প্রসারণ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
পিথাগোরাসের উপপাদ্য:কোন একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

গণিতে পিথাগোরাসের উপপাদ্য বা পিথাগোরিয়ান থিউরেম (ইংরেজি: Pythagorean Theorem) হল ইউক্লিডীয় জ্যামিতির অন্তর্ভুক্ত সমকোণী ত্রিভুজের তিনটি বাহু সম্পর্কিত একটি সম্পর্ক। এই উপপাদ্যটি গ্রিক গণিতবিদ পিথাগোরাসের নামানুসারে করা হয়েছে, যাকে ঐতিহ্যগতভাবে এই উপপাদ্যদের আবিষ্কারক ও প্রমাণকারী হিসেবে গণ্য করা হয়। তবে উপপাদ্যটির ধারণা তার সময়ের আগে থেকেই প্রচলিত ছিল। চীনে এই উপপাদ্যটি “গোউযু থিউরেম” (勾股定理) হিসেবে প্রচলিত যা ৩, ৪ ও ৫ বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য।[][]

এই উপপাদ্যমতে, কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।

যদি আমরা c-কে অতিভুজ এবং ab-কে অপর দুই বাহুর দৈর্ঘ্য ধরি, তাহলে সমীকরণের সাহায্যে উপপাদ্যটি হবে[][]

a2+b2=c2

বা, c-এর মান নির্ণয়ের ক্ষেত্রে:

c=a2+b2

এই সূত্রে সমবাহু ত্রিভুজের একটি বৈশিষ্ট্য সাধারণ সূত্রের সাহায্যে প্রকাশ করা হয় যার মাধ্যমে কোন ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এই সূত্রের একটি সাধারণকৃত রূপ হল ল অফ কজিনস যার সাহায্যে যে কোন ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায় যখন বাকী দুটি বাহুর দৈর্ঘ্য এবং তাদের মধ্যকার কোণের মান দেয়া থাকে। যদি বাহু দুটির মধ্যকার কোণটি সমকোণ হয় তবে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে তা নির্ণয় সম্ভব।[]

সদৃশ ত্রিভুজ ব্যবহার করে প্রমাণ

এ প্রমাণটি অনুপাতের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত যাতে দুটি সদৃশ ত্রিভুজকে ব্যবহার করা হয়েছে।

ধরা যাক ABC একটি সমকোণী ত্রিভুজ , যার সমকোণটি হল C, চিত্রে প্রদর্শিত হয়েছে। C বিন্দু অঙ্কিত লম্ব H বাহু, AB কে ছেদ করে। ফলে সৃষ্ট নতুন ত্রিভুজ ACH , পূর্বোক্ত ABC এর সদৃশ হবে, কেননা এদের উভয়ের একটি কোণ সমকোণ ও একটি কোণ A সাধারণ। ফলে তৃতীয় কোণটিও সমান হবে এবং একই কারণে CBH ত্রিভুজটিও ABC এর সদৃশ। এই সদৃশতার দরুন দুটি অনুপাত...

হবে

BC=a,AC=b, and AB=c,

তাই

ac=HBa and bc=AHb.

এগুলো নিম্নোক্ত উপায়ে লেখা যায়

a2=c×HB and b2=c×AH.

দুটি সমতাকে যোগ করে, পাওয়া যায়

a2+b2=c×HB+c×AH=c×(HB+AH)=c2.

এটিই হল, পিথাগোরাসের উপপাদ্য:

a2+b2=c2.

বীজগাণিতিক প্রমাণ

চারটি সমকোণী ত্রিভুজ এবং একটি ক্ষুদ্র বর্গক্ষেত্রকে নিয়ে তৈরি একটি বৃহৎ বর্গ

বীজগাণিতিক উপায়ে নিম্নভাবে সূত্রটির প্রমাণ করা যায়। পাশের চিত্রটির বৃহত বর্গটির চার কোণে চারটি সমকোণী ত্রিভুজ আছে যাদের প্রত্যেকের ক্ষেত্রফল

12AB.

ত্রিভুজগুলোর A-পার্শস্থ ও B পার্শ্বস্থ কোণগুলো পরস্পরের পরিপূরক, সুতরাং মধ্যবর্তী নীল এলাকার প্রতিটি কোণ একটি সমকোণ। অর্থাত মাঝের নীল এলাকাটি একটি বর্গ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য C। বর্গটির ক্ষেত্রফল C2। ফলে সম্পূর্ণ এলাকাটির ক্ষেত্রফল:

4(12AB)+C2.

বৃহৎ বর্গটির একটি বাহুর দৈর্ঘ্য A+B ও এর ক্ষেত্রফল (A+B)2, যা বর্ধিত করলে দাঁড়ায় A2+ 2AB+ B2.

A2+2AB+B2=4(12AB)+C2.

A2+2AB+B2=2AB+C2

A2+B2=C2 (2AB বিয়োগ করে)

পিথাগোরাসের উপপাদ্যের ব্যবহার

সংক্ষিপ্ত দূরত্ব নির্ণয়

বাস্তব জীবনে পিথাগোরাসের উপপাদ্যের বেশ কিছু ব্যবহার লক্ষ করা যায়। এটি প্রধানত ক্ষুদ্রতম দূরত্বের হিসাবে অধিক হারে ব্যবহৃত হয়। বিমানের চলাচলের সময় পাইলটরা ক্ষুদ্রতম দূরত্ব হিসাব করতে এটি ব্যবহার করে থাকেন। এছাড়া রোবোটিক্সে একটি রোবোটের চলাচলের জন্য কোন পথটি অধিক উপযোগী তা জানতেও পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করা হয়। এই উপপাদ্যটি ইলেকট্রনিক্সেও ব্যবহার করা হয়। একটি সার্কিটের মধ্যে কোন পথ ধরে গেলে ইলেকট্রনকে সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করতে হয় তা জানতে পিথাগোরাসের উপপাদ্য বেশ কার্যকরী।

স্থানাঙ্ক জ্যামিতি

এছাড়া স্থানাঙ্ক জ্যামিতিতে দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে দূরত্ব পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে x-অক্ষ ও y-অক্ষ বরাবর দূরত্ব নির্ণয় করা হয়। এরপর একে একটি সমকোণী ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করে সমকোণী ত্রিভুজের অতিভুজের মান নির্ণয় করা হয়, যা ওই বিন্দু দুটির মধ্যে দূরত্ব। যদি দুটি সমতলস্থ দুটি বিন্দু (x1,y1)(x2,y2) হয়, তাহলে তাদের মধ্যকার দূরত্ব d হলে, d=(x2x1)2+(y2y1)2

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা