বীজগাণিতিক সংখ্যা

testwiki থেকে
imported>AramilFeraxa কর্তৃক ১৪:১৩, ২৩ এপ্রিল ২০২৪ তারিখে সংশোধিত সংস্করণ (171.60.200.51 (আলাপ)-এর সম্পাদিত সংস্করণ হতে KanikBot-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত: ব্যাখ্যা ছাড়া বিষয়বস্তু সরানো)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

টেমপ্লেট:সংখ্যাতত্ত্ব

2 এর বর্গমূল হল একটি বীজগণিতের সংখ্যা

বীজগাণিতিক সংখ্যা হলো সেই সব জটিল সংখ্যা যারা কোন পূর্ণ সংখ্যা-সহগবিশিষ্ট বহুপদীর বীজ (অর্থাৎ শুণ্য বা মূল)। স্বভাবতই, এই সংজ্ঞায় পূর্ণ সংখ্যার বদলে মূলদ সংখ্যা সহগ নিলেও বীজগাণিতিক সংখ্যার ধারণা একই থাকে।

উদাহরণ

সকল স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, এবং, সাধারণভাবে, মূলদ সংখ্যা বীজগাণিতিক।

কিছু অমূলদ সংখ্যা বীজগাণিতিক। যেমন, 2 বীজগাণিতিক (কারণ এটি x21=0 বহুপদীর বীজ)। আবার, i বীজগাণিতিক (x2+1=0 এর বীজ)। সাধারণভাবে, যে সকল সংখ্যাকে পূর্ণ সংখ্যা থেকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সূচকীকরণ এবং মূল নির্ণয়ের (যেমন বর্গমূল বা ঘনমূল) মাধ্যমে গঠন করা যায় তারা সবাই বীজগাণিতিক।

কিন্তু সকল অমূলদ সংখ্যা (সুতরাং, সকল বাস্তব সংখ্যা) বীজগাণিতিক নয়। উল্লেখযোগ্য অমূলদ সংখ্যা, যারা বীজগাণিতিক নয়, হলো e এবং π

বীজগাণিতিক সংখ্যার ফীল্ড

বীজগাণিতিক সংখ্যাদের যোগফল ও গুণফল আবারও বীজগাণিতিক সংখ্যা, তাই এরা একটি ফীল্ড। এদেরকে 𝔸, বা, দিয়ে সূচিত করা হয়। বীজগাণিতিক সংখ্যা সহগ-বিশিষ্ট বহুপদীর বীজসমূহও বীজগাণিতিক, তাই বলা হয়, বীজগাণিতিক সংখ্যার ফীল্ড বীজগাণিতিকভাবে বদ্ধ (closed)।

বিশেষ বীজগাণিতিক সংখ্যা

আরও দেখুন

টেমপ্লেট:গণিত-অসম্পূর্ণ

টেমপ্লেট:গণিতের ক্ষেত্রসমূহ