বর্গক্ষেত্র

testwiki থেকে
imported>Ahmad Kanik কর্তৃক ১৫:৫৫, ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে সংশোধিত সংস্করণ (Nazmul It (আলাপ)-এর সম্পাদিত সংস্করণ হতে 2405:201:8003:BF68:44BF:7DE8:2A3E:E308-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
বর্গক্ষেত্রের চিত্র

সমতলীয় জ্যামিতিতে বর্গক্ষেত্র বলতে ৪টি সমান বাহু বা ভূজ বিশিষ্ট বহুভূজ, তথা চতুর্ভূজকে বোঝায়, যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রীর সমান।

গণনাসূত্র

একটি বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য s, তার পরিসীমার P পরিমাপের সূত্র হল

P=4s

এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল A পরিমাপের সূত্র হল

A=s2

বর্গ বলতে অনেক সময় কোন সংখ্যার দ্বিতীয় শক্তিমাত্রা (2nd power) বোঝানো হয়ে থাকে।

বৈশিষ্ট্য

1.বর্গক্ষেত্রের প্রতিটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা ৯০ ডিগ্রীর সমান। 2.বর্গক্ষেত্রের কর্ণ দুইটি সমান এবং পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 3. বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তার বাহুর দৈর্ঘ্যের 2 (প্রায় ১.৪১) গুণ। 4.বর্গের সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান।

অন্যান্য তথ্য

  • যদি একটি বৃত্ত বর্গক্ষেত্রকে পরিবেষ্টন করে, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল হল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের π/2 (প্রায় ২.২২) গুণ।
  • কোন বৃত্ত যদি বর্গক্ষেত্রের ভিতরে অন্তর্বৃত্ত হিসাবে থাকে, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের π/4 (প্রায় ০.৭৯) গুণ।
  • সমান পরিসীমার কিন্তু বর্গক্ষেত্র নয়, এমন কোন আয়তক্ষেত্র বা রম্বসের চাইতে বর্গক্ষেত্রের আয়তন বেশি হয়ে থাকে।

বহিঃসংযোগ