রৈখিক গতি ও ঘূর্ণন গতির সাদৃশ্য

testwiki থেকে
imported>Nakul Chandra Barman কর্তৃক ১৮:১৩, ২ এপ্রিল ২০২২ তারিখে সংশোধিত সংস্করণ (সাদৃশ্য)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
রোটারি থেকে রৈখিক গতি রূপান্তর এক্সেন্ট্রিক
ঘোরাঘুরির গতির চিত্র

পদার্থবিজ্ঞানে পরিপার্শ্বের সাপেক্ষে কোন বস্তু বা ভৌত ব্যবস্থার স্বীয় অবস্থান পরিবর্তনকে গতি (motion) বলা হয়। গাণিতিকভাবে একে সরণ, দূরত্ব, বেগ, ত্বরণ এবং দ্রুতির মাধ্যমে প্রকাশ করা হয়। কোন বস্তুর গতিকে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে পর্যবেক্ষণ করা হয়। যে কোন রাস্তা, পার্ক, পৃথিবীপৃষ্ঠ, সূর্য, ছায়াপথ, পর্যবেক্ষকের অবস্থান, কোন বিন্দু তথা যে কোন কিছুকে প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করা যেতে পারে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর অবস্থান পরিবর্তন পরিমাপের মাধ্যমে এর গতি পরিমাপ করা হয়। পক্ষান্তরে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তু তার অবস্থান পরিবর্তন না করলে অর্থাৎ বস্তুটি স্থির থাকলে এই অবস্থাকে স্থিতি (rest) বলা হয়।

কোন বস্তুর গতি যদি একটি সরলরেখা বরাবর হয় তবে এ গতিকে রৈখিক গতি (linear motion) বলা হয়। বিস্তারিতভাবে বলা যায়, রৈখিক গতির ফলে গতিশীল বস্তুর মধ্যকার যে কোন দুটি বিন্দুর সংযোজক সরলরেখা সর্বদাই বস্তুটির গতিপথের সমান্তরালে অগ্রসর হবে। রৈখিক গতিকে চলন গতিও (translation motuon) বলা হয়। মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি রৈখিক গতি।

সাধারণভাবে কোন বস্তু একটি স্থির বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকলে এর গতিকে ঘূর্ণন গতি বলা হয়। ঘূর্ণনরত দৃঢ় বস্তুর অভ্যন্তরীণ প্রতিটি বিন্দুর কৌণিক সরণের হার ঘূর্ণন বিন্দু বা অক্ষের সাপেক্ষে একই হয়। ঘূর্ণনরত দৃঢ় বস্তুর অভ্যন্তরীণ প্রতিটি বিন্দুর বৃত্তাকার গতির কেন্দ্রগুলো যে সরল রেখার উপর অবস্থান করে সে রেখাটিই বস্তুটির ঘূর্ণন অক্ষ। ঘূর্ণন অক্ষের অবস্থান বস্তুর মধ্যে বা বাইরে যে কোনখানে হতে পারে। বিশুদ্ধ ঘূর্ণন গতির ফলে বস্তুর কেবল কৌণিক সরণ ঘটে, রৈখিক সরণ ঘটে না। ঘূর্ণন গতির অপর নাম কৌণিক গতি (angular motion)। পৃথিবীর আহ্নিক গতি, ঘূর্ণায়মান চাকার আবর্তন গতি, চলন্ত পাখার ব্লেডের গতি হল ঘূর্ণন গতির উদাহরণ।

সাদৃশ্য

রৈখিক গতি ও ঘূর্ণন গতির রাশিগুলোর মধ্যে পারস্পরিক সদৃশ থাকলেও এরা কিন্তু পরস্পরের সমান নয়। এসব রাশির সংজ্ঞা পরস্পর থেকে ভিন্ন। যেমন— রৈখিক ত্বরণ সৃষ্টিকারী ফ্যাক্টরটি হল বল পক্ষান্তরে কৌণিক ত্বরণ সৃষ্টির জন্য যা দায়ী তা হল টর্ক

নিচের তালিকাতে রৈখিক গতি ও ঘূর্ণন গতির সাদৃশ্যগুলো দেখানো হল:[]টেমপ্লেট:Rp

রৈখিক গতি ঘূর্ণন গতি
টেমপ্লেট:Math রৈখিক সরণ 𝐬 কৌণিক সরণ θ
টেমপ্লেট:Math রৈখিক বেগ 𝐯=d𝐬dt কৌণিক বেগ ω=dθdt
টেমপ্লেট:Math রৈখিক ত্বরণ 𝐚=d𝐯dt=d2𝐬dt2 কৌণিক ত্বরণ α=dωdt=d2θdt2
টেমপ্লেট:Math রৈখিক গতি সৃষ্টিকারী বল 𝐅=m𝐚 কৌণিক গতি সৃষ্টিকারী টর্ক τ=Iα=|𝐫||𝐅|sinθ
টেমপ্লেট:Math রৈখিক ভরবেগ 𝐏=m𝐯 কৌণিক ভরবেগ l=Iω=|𝐫||𝐏|sinθ
টেমপ্লেট:Math বস্তুর ভর m জড়তার ভ্রামক বা ঘূর্ণনজনিত জড়তা I=mr2
টেমপ্লেট:Math রৈখিক গতিশক্তি Ek=12m𝐯2 ঘূর্ণন গতিশক্তি Erot=12Iω2

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্রতালিকা

  1. David Halliday & Robert Resnick. FUNDAMENTALS OF PHYSICS, John Wiley & Sons Inc., 9th ed.