ফেরাস ক্লোরাইড

testwiki থেকে
imported>InternetArchiveBot কর্তৃক ২০:৫৬, ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে সংশোধিত সংস্করণ (যাচাইযোগ্যতার জন্য ১টি বই যোগ করা হল (20241212sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

টেমপ্লেট:Chembox

আয়রন (II) ক্লোরাইড বা ফেরাস ক্লোরাইড (ইংরেজি: Iron (II) chloride বা ferrours chloride ) হচ্ছে একটি রাসায়নিক যৌগ, যার সংকেত FeClA2। এটি উচ্চ গলনাংক বিশিষ্ট একটি প্যারাচৌম্বকীয় কঠিন পদার্থ। যৌগটি সাদা হলেও সাধারণত এর নমুনাগুলির রং হালকা ধূসর রঙের হয়। জলীয় দ্রবণ থেকে সবুজাভ টেট্রাহাইড্রেট হিসেবে FeClA2কেলাসিত হয়, যেটা বাণিজ্যিকভাবে কিংবা গবেষণাগারে পাওয়া সবচেয়ে প্রচলিত রূপ। এর একটি ডাইহাইড্রেট–ও পাওয়া যায়। এ যৌগটি জলে অতিমাত্রায় দ্রবণীয়, দ্রবণে রঙ বিবর্ণ সবুজ হয়।

প্রস্তুতি

FeCl2(thf)xFe4Cl8(thf)6 এর গাঠনিক কাঠামো, চতুস্তলকীয় এবং অষ্টতলকীয় উভয় জ্যামিতিক বিন্যাস দেখানো হয়েছে।[]

হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে ইস্পাত প্রস্তুতির সময় সৃষ্ট লোহার বর্জ্যের বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইডের সোদক তৈরি করা হয়। এমন দ্রবণসমূহকে “নিঃশেষিত অম্ল” (spent acid) , কিংবা “পিক্‌ল লিকার” (pickle liquor) বলা হয়ে থাকে।

Fe+2HClFeClA2+HA2

এই নিঃশেষিত অম্ল যদি নিষ্কাশন করা হয়, তাহলে পরিশোধন করতে হয়। ফেরিক ক্লোরাইডের প্রস্তুতিতে ফেরাস ক্লোরাইড ব্যবহার করা হয়। ফেরাস ক্লোরাইড ব্যবহার করে হাইড্রোক্লোরিক অ্যাসিড পুনরুৎপাদনও করা যায়। যেহেতু টাইটেনিয়াম আকরিকে লোহা বিদ্যমান থাকে,সেজন্য টাইটেনিয়াম উৎপাদনের সময় উপজাত হিসেবেও ফেরাস ক্লোরাইড পাওয়া যায়।[]

অনার্দ্র FeCl2

মিথানলে (CHA3OH)দ্রবীভূত হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে লোহার গুঁড়া যোগ করে ফেরাস ক্লোরাইড প্রস্তুত করা হয়। এ বিক্রিয়া থেকে মিথানল দ্রাবকে দ্রবীভূত অবস্থায় ডাইক্লোরাইড পাওয়া যায়, যাকে প্রায় টেমপ্লেট:রূপান্তর তাপমাত্রায় উত্তপ্ত করলে অনার্দ্র FeClA2পাওয়া যায়।

সামগ্রিক বিক্রিয়াটি নিম্নরূপ:

Fe+2HClFeClA2+HA2

অনুরূপ পদ্ধতি অবলম্বন করে

FeBrA2

এবং

FeIA2

প্রস্তুত করা যায়। অনার্দ্র ফেরাস ক্লোরাইড সংশ্লেষণের বিকল্প আরেকটি পদ্ধতি হচ্ছে ক্লোরোবেনজিন

(CA6HA5Cl)

দ্বারা ফেরিক ক্লোরাইডের বিজারণ:[]

2FeClA3+CA6HA5Cl2FeClA2+CA6HA4ClA2+HCl

ফেরোসিন

(Fe(CA5HA5)A2)

সংশ্লেষণের চিরায়ত দুটি পদ্ধতির একটিতে, উইলকিনসন টেট্রা-হাইড্রোফুরান

((CHA2)A4O;THF)

মাধ্যমে,

FeClA3

এর সাথে লোহার গুঁড়ার সামঞ্জস্য বিক্রিয়া (comproportionation) ঘটিয়ে

FeClA2

তৈরি করেন। উচ্চ তাপমাত্রায়

FeClA3

বিযোজিত হয়ে

FeClA2

তে পরিণত হয়।

2FeClA3+CA6HA5Cl2FeClA2+CA6HA4ClA2+HCl

সোদক অণুসমূহ

FeClA2(HA2O)A2এর কেলাস জালিকার একটি একক অংশ

গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর দ্রবণ থেকে কেলাসিত হয়ে, ফেরাস ক্লোরাইডের ডাইহাইড্রেট 

FeClA2(HA2O)A2

গঠিত হয়।[] এই ডাইহাইড্রেট হচ্ছে একটি সন্নিবেশ পলিমার। প্রতিটি

Fe

কেন্দ্র, দ্বৈত সেতুবন্ধী (doubly bridging) চারটি ক্লোরাইড লিগ্যান্ডের সাথে সন্নিবেশিত থাকে। এক জোড়া পরস্পর ট্রান্স–অ্যাকুও লিগ্যান্ড দ্বারা অষ্টতলক পূর্ণ হয়।[]

বিক্রিয়া

ফেরাস ক্লোরাইডের সাথে পিরিডিনের (CA5HA5N)বিক্রিয়ার মাধ্যমে টেট্রা-পিরিডিন আয়রন ডাইক্লোরাইড প্রস্তুত করা হয়।[]

FeClA2এবং তার সোদক পরমাণুসমূহ (হাইড্রেট) অনেক লিগ্যান্ড এর সাথে জটিল যৌগ গঠন করে। উদাহরণস্বরূপ, এর হাইড্রেটের দ্রবণের সাথে দুই মোল সমতুল্য [(CA2HA5)A4N]Cl (টেট্রা-ইথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড) এর বিক্রিয়ার ফলে [(CA2HA5)A4N]A2[FeClA4]লবণ তৈরি হয়।[]

জৈবধাতব সংশ্লেষণের ক্ষেত্রে, টেট্রা-হাইড্রোফুরান (THF) এ দ্রবণীয় অনার্দ্র FeClA2[], একটি আদর্শ পূর্বশর্ত। ক্রস–কাপলিং বিক্রিয়ায় NHC (N-Heterocyclic Carbene) জাতীয় জটিল যৌগ উৎপাদনে FeClA2ব্যবহার করা হয়।[]

ব্যবহার

সংশ্লিষ্ট যৌগ ফেরাস সালফেট এবং ফেরিক ক্লোরাইড এর তুলনায়, ফেরাস ক্লোরাইডের বাণিজ্যিক ব্যবহার বেশ কম। গবেষণাগারে লৌহবিশিষ্ট জটিল যৌগ সংশ্লেষণ ব্যতীত, বর্জ্য জল পরিশোধনে, বিশেষত যেসব বর্জ্যে ক্রোমেট (CrOA42)অথবা সালফাইডের (SA2) উপস্থিতি থাকে, সেখানে দলা পাকানো বা জমাট বাঁধতে সহায়ক পদার্থ হিসেবে ফেরাস ক্লোরাইড ব্যবহৃত হয়ে থাকে।[১০] বর্জ্য পানি পরিশোধনের সময় দুর্গন্ধ নিয়ন্ত্রণে এটা ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থে ব্যবহারযোগ্য, বিভিন্ন মানের হেমাটাইট (FeA2OA3)উৎপাদনের পূর্বধাপ হিসেবে FeClA2তৈরি করা হয়। সোদক আয়রন (III) অক্সাইড, যেগুলো হচ্ছে চৌম্বক কণিকা, তার পূর্বধাপ এটি।[] কোন কোন জৈব সংশ্লেষণের ক্ষেত্রে বিকারক হিসেবে FeClA2এর ব্যবহার রয়েছে।[১১]

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

আরও দেখুন