অধিবৃত্তিক গতি (আপেক্ষিকতা)

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

অধিবৃত্তিক গতি হল বিশেষ আপেক্ষিকতায় সম-ত্বরণে চলমান বস্তুর গতি। একে অধিবৃত্তিক গতি বলা হয় কারণ স্থান-কালের মধ্য দিয়ে এর চলার পথের সমীকরণ একটি অধিবৃত্তের সমীকরণ, যা মিনকভ্‌স্কি নকশায় দেখা যায়।

কোন কণার সম-ত্বরন হল সেই ত্বরণ যা কোন কণা এক জড় প্রসঙ্গ কাঠামো থেকে অন্য আরেকটিতে যাওয়ার সময় "অনুভব" করে। একে নিম্নের উপায়ে গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়,

α=1(1u2/c2)3/2dudt,

যেখানে u হল কণার তাৎক্ষণিক গতি. গতির সমীকরণের সমাধান হয়,

x2c2t2=c4/α2,

যা একটি অধিবৃত্ত।

অধিবৃত্তিক গতি খুব সহজেই মিনকভ্‌স্কি নকশায় দেখা যায়, যেখানে ত্বরাণ্বিত কণার গতি x অক্ষ বরাবর। একে সংজ্ঞায়িত করা হয় নিম্নের সূত্র দ্বারা,

X=c2/α.

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

বহিঃসংযোগ