ইন্দুলতা শুক্লা
ইন্দুলতা এল. শুক্লা (জন্ম-৭ মার্চ, ১৯৪৪) হচ্ছে গণিতের একজন ভূতপূর্ব অধ্যাপক। ওড়িশাস্থিত সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে তিনি তিনি দশকেরও অধিক সময় অধ্যাপনা করেছিলেন। তাঁর জন্ম হয়েছিল বাড়িপাড়ায়। [১]
শিক্ষা
তিনি মহারাণী প্রেম কুমারী বালিকা বিদ্যালয় থেকে প্রারম্ভিক শিক্ষা সম্পন্ন করেন। তারপর বাড়িপাড়াস্থিত এম.পি.সি. কলেজ থেকে গণিতে অনার্সসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৬৬ সালে কট্টকর রাভেনশ কলেজ থেকে তিনি গণিতশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রী গ্রহণ করেন। তিনি জবলপুর বিশ্ববিদ্যালয়ে সিএসআইআর থেকে একটি বৃত্তি লাভ করে ত্রিবিক্রম পটির অধীনে গবেষণা শেষ করেন এবং ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। [২] গবেষণার সময়েই তিনি ১৯৭০ সালে সম্বলপুর বিশ্ববিদ্যালয়ে প্রবক্তা হিসাবে যোগদান করেন। তাঁর যোগদান করা বিভাগটির নাম ছিল গাণিতিক বিজ্ঞান৷ ২০০৪ সাল পর্যন্ত, অর্থাৎ অবসর পর্যন্ত তিনি সেই বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপনা করেন৷ [১]
গ্রন্থ
তিনি সংখ্যা তত্ত্ব এবং লিপিবিদ্যায় এর প্রয়োগ নামের একটি গ্রন্থ লেখেন৷ (কট্টক:কল্যাণী প্রকাশক, ২০০০).[২][৩] গবেষণায় তিনি ইংরেজ গণিতবিদ ব্রায়ান কাটনারের সঙ্গে "ফুরিয়ার সিরিজ" সম্পর্কিত কাজ করেন। [২]টেমপ্লেট:Sfnp ভারত এবং আমেরিকার গাণিতিক সমাজের তিনি একজন আজীবন সদস্যা। [১]
পুরস্কার এবং সম্মান
- সংখ্যা তত্ত্ব, লিপিবিদ্যা এবং বিশ্লেষণের ক্ষেত্রটিতে অগ্রণী অবদানের জন্য ওড়িশা গাণিতিক সমাজ থেকে জীবনজোড়া সাধনার পুরস্কার। ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারিতে, ওড়িশার জয়পুর রোডস্থিত ব্যাসনগর স্বায়ত্ত্বশাসিত মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া ৪২তম বার্ষিক সম্মিলনে, চেন্নাই গাণিতিক অধ্যয়নের প্রতিষ্ঠানের অধ্যক্ষ রামচন্দ্রন বালাসুব্রমনিয়ামের থেকে তিনি এই সম্মানটি লাভ করেন। [২][৩]