ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য

সহজ ভাষায়, ক্যালকুলাসের মৌলিক উপপাদ্যটি অন্তরকলন/অন্তরীকরণ এবং যোগজীকরণ/সমাকলনের প্রক্রিয়া দুটি বিপরীত এই (প্রমাণিত) দাবি। এটি এমনই এক উপপাদ্য যা কোন ফাংশনের অন্তরীকরণের ধারণা ও সমাকলনের ধারণার মধ্যে যোগসূত্র স্থাপন করে।

উপপাদ্যটির প্রথম অংশকে কখনো কখনো ক্যালকুলাসের প্রথম মৌলিক উপপাদ্য বলা হয়[][][]

ইতিহাস

জ্যামিতি অর্থ

উপপাদ্য

কোন ফাংশন f এর ডিফারেন্সিয়েশন যদি আরেকটি ফাংশন f হয়, তবে,

abf(u)du=f(a)f(b)

আবার, কোন ফাংশন f এর জন্য

ddxaxf(u)du=f(x)

উদাহরণ

ধরা যাক, নিচের রাশিটির গণনা করতে হবে:

25x2dx.

এখানে, f(x)=x2 এবং আমরা F(x)=x33 কে অ্যান্টি-ডেরিভেটিভ বা প্রতি-অন্তরজ হিসেবে ব্যবহার করতে পারি। সুতরাং:

25x2dx=F(5)F(2)=533233=125383=1173=39.

অথবা, আরও সাধারণভাবে, ধরা যাক,

ddx0xt3dt

কে গণনা করতে হবে। এখানে, f(t)=t3 and F(t)=t44 কে প্রতি-অন্তরজ হিসেবে ব্যবহার করা যায়। সুতরাং:

ddx0xt3dt=ddxF(x)ddxF(0)=ddxx44=x3.

অথবা, সমতুল্যভাবে,

ddx0xt3dt=f(x)dxdxf(0)d0dx=x3.

তত্ত্বীয় উদাহরণ হিসেবে, আমরা উপপাদ্যটি প্রয়োগ করে প্রমাণ করতে পারি,

abf(x)dx=acf(x)dx+cbf(x)dx.

যেখানে,

abf(x)dx=F(b)F(a),acf(x)dx=F(c)F(a), and cbf(x)dx=F(b)F(c),

ফলাফল নির্ভর করবে

F(b)F(a)=F(c)F(a)+F(b)F(c). এর উপর।

বহুচলকবিশিষ্ট ফাংশনের জন্য

বহুচলকের জন্যও উপপাদ্যটি প্রযোজ্য, তবে এক্ষেত্রে উপপাদ্যটির অনেকগুলো রূপ রয়েছে।

গাউসের সূত্র

এক্ষেত্রে ডিফারেন্সিয়েশন অপারেটরটি হলো div, আর প্রযোজ্য ইন্টিগ্রেশন হলো আয়তন ইন্টিগ্রেশন।

Rdiv𝐯dV=R𝐯dV=R𝐯d𝐀

স্টোক্‌সের সূত্র

এক্ষেত্রে ডিফারেন্সিয়েশন অপারেটরটি হলো curl, আর প্রযোজ্য ইন্টিগ্রেশন হলো ক্ষেত্র ইন্টিগ্রেশন।

Rcurl𝐯dA=R×𝐯dA=R𝐯d𝐥

ডিফারেন্সিয়াল ফর্মের সূত্র

এক্ষেত্রে ডিফারেন্সিয়েশন অপারেটরটি এক্সটিরিওর ডেরিভেটিভ

Rdω=Rω

গাউসের সূত্রটি আসলে এই সূত্রটিই, দ্বিতীয় মাত্রার ফর্মের ক্ষেত্রে, আর স্টোক্‌সের সূত্রটি প্রথম মাত্রার, তবে ভেক্টর ক্যালকুলাসের ভাষায়।

টেমপ্লেট:গণিত-অসম্পূর্ণ

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

টেমপ্লেট:Refend