বক্রতার ব্যাসার্ধ

testwiki থেকে
imported>ShakilBoT কর্তৃক ১৬:৪৫, ৪ জানুয়ারি ২০২৫ তারিখে সংশোধিত সংস্করণ (তথ্যসূত্র সংশোধন ও পরিষ্কারকরণ)
(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

টেমপ্লেট:সম্পর্কে

নীল বৃত্তটি এরূপ একটি বৃত্ত যা টেমপ্লেট:Mvar বক্ররেখার টেমপ্লেট:Mvar বিন্দুতে সর্বাধিক পরিমাণে সেঁটে যায় (চুম্বনকারী বৃত্ত)। টেমপ্লেট:Mvar হল বৃত্তটির ব্যাসার্ধ তথা টেমপ্লেট:Mvar বিন্দুতে টেমপ্লেট:Mvar বক্ররেখার বক্রতার ব্যাসার্ধটেমপ্লেট:Mvar বিন্দুগামী নীল সরল রেখাটি বক্ররেখা ও বৃত্ত উভয়ের সাধারণ স্পর্শক এবং এই বিন্দুতে উভয়েরই বক্রতা খুবই কাছাকাছি মানের।
বৃত্তচাপের বক্রতার ব্যাসার্ধ ও বক্রতার কেন্দ্র

ব্যবকলনীয় জ্যামিতিতে বক্রতার ব্যাসার্ধ টেমপ্লেট:Mvar বক্রতার বিপরীত (reciprocal) রাশি। একটি বক্ররেখার কোন বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ হল ঐ বিন্দুর চুম্বনকারী বৃত্ত বা আপতিত বৃত্তের (Osculating cirle) ব্যাসার্ধ[] প্রকৃতপক্ষে কোন বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ চুম্বনকারী বৃত্তের ব্যাসার্ধের পুরোপুরি সমান না হয়ে খুবই কাছাকাছি মানের হয়ে থাকে।  তাই বলা যায়, একটি বক্ররেখার কোন বিন্দুতে সর্বাধিক নিখুঁত বা কাছাকাছি মানের যে বৃত্ত আঁকা যায় সেই বৃত্তের যে ব্যাসার্ধ, সেটিই ঐ বিন্দুতে বক্ররেখাটির বক্রতার ব্যাসার্ধ। অন্যভাবে, একটি বক্ররেখার কোন বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ ঐ বিন্দুতে বক্ররেখাটির বক্রতার সর্বোচ্চ সন্নিকটবর্তী বৃত্তচাপটির ব্যাসার্ধের সমান। একইভাবে, পৃষ্ঠতলের বক্রতার ব্যাসার্ধ পৃষ্ঠতলটির সাধারণ ছেদক বা ছেদকসমূহের সাথে যে বৃত্তটি সর্বোচ্চ পরিমাণে মিলে যায় সেই বৃত্তের ব্যাসার্ধের সমান।[][][] (একটি নির্দিষ্ট বিন্দুতে একটি পৃষ্ঠতলের সাধারণ ছেদক হচ্ছে ঐ পৃষ্ঠতলের সাথে একটি সাধারণ তলের পারস্পরিক ছেদের ফলে উৎপন্ন বক্ররেখা[][][])। বক্ররেখা বরাবর এগোতে থাকলে বক্রতার ব্যাসার্ধের পরিবর্তন হতে থাকবে।

সংজ্ঞা

স্থানিক বক্ররেখার ক্ষেত্রে বক্রতা ভেক্টরের (curvature vector) দৈর্ঘ্যই বক্রতার ব্যাসার্ধ। সমতলিক বক্ররেখার ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ টেমপ্লেট:Mvar হল নিম্নোক্ত রাশির পরম মান[]

R|dsdφ|=1κ,

যেখানে টেমপ্লেট:Mvar হল বক্ররেখার উপরস্থ নির্দিষ্ট কোন বিন্দু থেকে চাপ দৈর্ঘ্য, টেমপ্লেট:Mvar হল  স্পর্শকীয় কোণ এবং টেমপ্লেট:Mvar হল বক্রতা

সূত্র

দ্বিমাত্রিকের ক্ষেত্রে

কার্তেসীয় স্থানাংক ব্যবস্থায় বক্ররেখাকে টেমপ্লেট:Math আকারে লেখা হলে বক্রতার ব্যাসার্ধ (বক্ররেখাকে দুবার পর্যন্ত ব্যবকলনযোগ্য ধরে):—

R=|(1+y'2)32y|,wherey=dydx,y=d2ydx2,

এবং টেমপ্লেট:Math হল টেমপ্লেট:Mvarএর পরম মান। বক্ররেখাটিকে টেমপ্লেট:Math এবং টেমপ্লেট:Math এর মাধ্যমে পরামিতিকরণ করা হলে বক্রতার ব্যাসার্ধ:—

R=|dsdφ|=|(x˙2+y˙2)32x˙y¨y˙x¨|,wherex˙=dxdt,x¨=d2xdt2,y˙=dydt,y¨=d2ydt2.

পরীক্ষণ ও ভুলকরণ পদ্ধতিতে(Heuristically)  একে নিম্নরূপে লেখা যায়[]:—

R=|𝐯|3|𝐯×𝐯˙|,where|𝐯|=|(x˙,y˙)|=Rdφdt.

n মাত্রিকের ক্ষেত্রে

যদি টেমপ্লেট:Math বক্ররেখাটি টেমপ্লেট:Math-এ পরামিতিকৃত হলে বক্ররেখার প্রত্যেক বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ টেমপ্লেট:Math, is given by[]

যেখানে—
ρ=|γ|3|γ|2|γ|2(γγ)2

বিশেষ ক্ষেত্রে টেমপ্লেট:Math, টেমপ্লেট:Math থেকে টেমপ্লেট:Math-এ কোন ফাংশন হলে এবং এর লেখচিত্র টেমপ্লেট:Math হলে লেখচিত্রটির বক্রতার ব্যাসার্ধ:—

ρ(t)=|1+f'2(t)|32|f(t)|

প্রতিপাদন

টেমপ্লেট:Math কে উপরের ন্যায় এবং টেমপ্লেট:Mvar কে নির্দিষ্ট ধরা যাক। পরামিতিকৃত একটি বৃত্তের ব্যাসার্ধ টেমপ্লেট:Mvar নির্ণয় করতে হবে যা টেমপ্লেট:Mvar-তে টেমপ্লেট:Math এর শূন্যতম, প্রথম ও দ্বিতীয় অন্তরজের সদৃশ হবে। স্পষ্টতই নির্ণেয় ব্যাসার্ধ অবস্থান টেমপ্লেট:Math এর উপর নির্ভরশীল নয়, এটি শুধু বেগ টেমপ্লেট:Math এবং ত্বরণ টেমপ্লেট:Math এর উপর নির্ভরশীল হবে। টেমপ্লেট:Math এবং টেমপ্লেট:Math ভেক্টর দুটি থেকে শুধু তিনটি স্বাধীন স্কেলার ভেক্টর পাওয় যায়। যথা:- টেমপ্লেট:Math, টেমপ্লেট:Math, and টেমপ্লেট:Math। একইভাবে বক্রতার ব্যাসার্ধকে অবশ্যই টেমপ্লেট:Math, টেমপ্লেট:Math এবং টেমপ্লেট:Math এই তিনটি স্কেলাররের ফাংশন হতে হবে।[]

টেমপ্লেট:Math-এ পরামিতিকৃত কোন বৃত্তের জন্য সাধারণ সমীকরণটি হল—

𝐠(u)=𝐚cosh(u)+𝐛sinh(u)+𝐜

যেখানে টেমপ্লেট:Math হচ্ছে বৃত্তটির কেন্দ্র (অন্তরজে এটি দৃশ্যমান না হওয়ায় অপ্রাসঙ্গিক)। টেমপ্লেট:Math হচ্ছে দৈর্ঘ্য টেমপ্লেট:Mvar এর লম্ব ভেক্টর ( টেমপ্লেট:Mathটেমপ্লেট:Math) এবং টেমপ্লেট:Math হচ্ছে টেমপ্লেট:Mvar-তে দুবার ব্যবকলনযোগ্য একটি অবাধ (arbitrary) ফাংশন।

টেমপ্লেট:Math সংশ্লিষ্ট অন্তরজসমূহকে নিম্নরূপভাবে পাওয়া যাবে—

|𝐠|2=ρ2(h)2𝐠𝐠=ρ2hh|𝐠|2=ρ2((h)4+(h)2)

টেমপ্লেট:Math এর অন্তরজগুলোকে টেমপ্লেট:Mvar-তে টেমপ্লেট:Math এর অনুরূপ অন্তরজগুলোর সমান ধরে পাই—

|γ(t)|2=ρ2h'2(t)γ(t)γ(t)=ρ2h(t)h(t)|γ(t)|2=ρ2(h'4(t)+h'2(t))

টেমপ্লেট:Mvar, টেমপ্লেট:Math এবং টেমপ্লেট:Math অজানা রাশিযুক্ত এই সমীকরণত্রয়কে টেমপ্লেট:Mvar এর জন্য সমাধান করা যেতে পারে এবং বক্রতার ব্যাসার্ধের নিম্নোক্ত সূত্র পাওয়া যেতে পারে:—

ρ(t)=|γ(t)|3|γ(t)|2|γ(t)|2(γ(t)γ(t))2

অথবা পড়ার সুবিধার্থে টেমপ্লেট:Mvar পরামিতি বর্জন করে নিম্নোক্তভাবে:—

ρ=|γ|3|γ|2|γ|2(γγ)2

উদাহরণ

অর্ধবৃত্ত ও বৃত্ত

অর্ধ-তল হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটি সরলরেখার যেকোন এক পাশের সমস্ত বিন্দু নিয়ে (রেখার অপর পাশের বিন্দুগুলো অবশ্যই বর্জনীয়) কল্পিত একটি সমতলীয় অঞ্চল। সহজভাবে বলা যায়, কোন সমতলের উপর অসীম দৈর্ঘ্যের একটি রেখা আঁকা হলে রেখাটির যেকোন এক পাশে সমতলটির যে খণ্ডিত অংশ পাওয়া যাবে তাই অর্ধ-তল। রেখাস্থ বিন্দুসমূহকে অর্ধ-তলটির অন্তর্ভুক্ত করা হলে একে বদ্ধ অর্ধ-তল এবং রেখাস্থ বিন্দুসমূহকে অন্তর্ভুক্ত করা না হলে একে খোলা অর্ধ-তল বলা হয়।[][]

ঊর্ধ্বস্থ অর্ধ-তলে টেমপ্লেট:Mvar ব্যাসার্ধের অর্ধ-বৃত্তের জন্য—

y=a2x2,y=xa2x2,y=a2(a2x2)32,R=|a|=a

এবং নিম্নস্থ অর্ধ-তলে টেমপ্লেট:Mvar ব্যাসার্ধের অর্ধ-বৃত্তের জন্য—

y=a2x2,R=|a|=a

এখন টেমপ্লেট:Mvar ব্যাসার্ধের বৃত্তের যে বক্রতার ব্যাসার্ধ পাব তা হবে টেমপ্লেট:Mvar এর সমান।

উপবৃত্ত

টেমপ্লেট:Mvar বৃহৎ অক্ষ এবং টেমপ্লেট:Mvar ক্ষুদ্র অক্ষযুক্ত উপবৃত্ত।
লাল রঙের চার কোণাকার ডায়াগ্রামটি নীল রঙের উপবৃত্তের ইভলিউট

টেমপ্লেট:Mvar বৃহৎ অক্ষ ও টেমপ্লেট:Mvar ক্ষুদ্র অক্ষযুক্ত উপবৃত্তের বৃহৎ অক্ষের শীর্ষ বিন্দু দুটিতে বক্রতার ব্যাসার্ধ ক্ষুদ্রতম হবে (টেমপ্লেট:Math) পক্ষান্তরে ক্ষুদ্র অক্ষের শীর্ষ বিন্দু দুটিতে বক্রতার ব্যাসার্ধ হবে সর্বোচ্চ (টেমপ্লেট:Math)।

বক্ররেখা বরাবর এগোতে থাকলে বক্রতার ব্যাসার্ধ তথা বক্রতার কেন্দ্রের অবস্থানের পরিবর্তন হতে থাকে। একটি বক্ররেখার বক্রতার কেন্দ্রগুলোর জন্য যে লোকাস পাওয়া যায় তা বক্ররেখাটির ইভলিউট গঠন করে।

প্রয়োগ

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা