পরম মান

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
বাস্তব সংখ্যার পরম মানের ফাংশনের লেখচিত্র

গণিতশাস্ত্রে কোন বাস্তব সংখ্যা a এর 'পরম মান' বা মডুলাস (প্রতীক: |a|) বলতে সংখ্যাটির শুধু সাংখ্যিক মানকে বোঝায়। অর্থাৎ +১০ এর পরম মান ১০ আবার -১০ এর পরম মানও ১০। কোন সংখ্যার পরম মানকে সংখ্যারেখায় মূলবিন্দু থেকে সংখ্যাটির দূরত্ব হিসেবে চিন্তা করা যায়।

সংজ্ঞা ও বৈশিষ্ট্যসমূহ

যেকোন বাস্তব সংখ্যা a এর পরম মানকে |a| দ্বারা চিহ্নিত করা হয় এবং নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা হয়।[]

|a|={a,if a0a,if a<0

উপর্যুক্ত সংজ্ঞা থেকে দেখা যায় a এর পরম মান সবসময়ই ধনাত্বক হবে কখনোই ঋণাত্বক হতে পারবে না। যেহেতু + বা - চিহ্ন বর্জিত বর্গমূলচিহ্ন শুধু ধনাত্বক বর্গমূলকে নির্দেশ করে সুতরাং

|a|=a2

যা কোথাও কোথাও পরম মানের সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়।[]

পরম মানের নিম্নোক্ত ৪টি মৌলিক বিধি রয়েছে:

|a|0
|a|=0a=0
|ab|=|a||b|
|a+b||a|+|b|

আরও কিছু গুরুত্বপূর্ণ বিধিসমূহ:

||a||=|a|
|a|=|a|
|ab|=0a=b
|ab||ac|+|cb|
|a/b|=|a|/|b| (if b0)
|ab|||a||b||

অসমতা সংক্রান্ত আর দুটি মৌলিক বিধি:

|a|bbab
|a|bab or ba

এই সম্পর্ক গুলো পরম মান সংক্রান্ত অসমতা সমাধানে ব্যবহার করা যায়। উদাহরণ স্বরুপ:

|x3|9 9x39
6x12

জটিল সংখ্যার পরম মান

জটিল সংখ্যা z এর পরম মান হল z থেকে মূলবিন্দুর দুরত্ব r। চিত্র থেকে আরো দেখা যায় z এবং এর জটিল অনুবন্ধী  টেমপ্লেট:Overline এর মান সমান।

কোন জটিল সংখ্যা

z=x+iy,

যেখানে x ও y হল বাস্তব সংখ্যা, তার পরম মান |z| হল

|z|=x2+y2

যখন z কে পোলার ফরমে প্রকাশ করা হয়

z=reiθ

যেখানে r ≥ 0 এবং θ বাস্তব, তখন z এর পরম মান

|z|=r

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

  1. মেন্ডেলসন, p. 2.
  2. টেমপ্লেট:বই উদ্ধৃতি, p. A5