কোলাটজ অনুমান

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
কোলাটজ মানচিত্রের নীচে স্বল্প সংখ্যার কক্ষপথ দেখানো গ্রাফ। কোলাটজ অনুমানে বলা হয়েছে যে সমস্ত পথ অবশেষে ১ এ পৌঁছে দেয়।

লোথার কোলাটজ ১৯৩৭ সালে তার ডক্টরেট ডিগ্রি নেওয়ার দুই বছর পর কোলাটজ অনুমান টি প্রস্তাব করেন।[] এতে প্রশ্ন করা হয়েছে, একটা নির্দিষ্ট অনুক্রম কি সবসময় একই ভাবে শেষ হবে কিনা, অনুক্রমটির প্রথম সংখ্যাটি যাই হোক না কেন। কখনো কখনো একে 3n+1 সমস্যা বা উলামের অনুমান বা কাকুতানির অনুমানও বলা হয়।

পল এরডশ এই অনুমানটি সম্পর্কে বলেছেন, এ ধরনের সমস্যার জন্য গণিত এখনো প্রস্তুত হয় নি! []তিনি ৫০০ ডলার ঘোষণা করেছেন এই সমস্যাটির জন্য।[]

সমস্যার বর্ণনা

যেকোন ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য নিচের অপারেশন দুইটি বিবেচনা করা যাক,

  • সংখ্যাটি যদি জোড় হয়, তবে তাকে 2 দিয়ে ভাগ কর।
  • সংখ্যাটি যদি বিজোড় হয়, তবে তাকে 3 দিয়ে গুণ করে 1 যোগ কর।
  • এবং এই প্রক্রিয়াটি বারবার করতেই থাকো। তাহলে শেষ পর্যন্ত 1-এ পৌঁছে যাবে।

গাণিতিক ভাষায়, ফাংশন f-কে এভাবে সংজ্ঞায়িত করা হয়েছে,

f(n)={n2if n0(mod2)[4px]3n+1if n1(mod2).

এখন এই অপারেশনটি পুনরাবৃত্তি করে একটা অনুক্রম তৈরি করা যাক। অনুক্রমটির প্রথম সংখ্যা যেকোন ধনাত্মক পূর্ণ সংখ্যা n

ai={nfor i=0f(ai1)for i>0

কোলাটজ অনুমান যা বলছে, তা হল এই কার্যপ্রণালী অবশেষে 1 এ গিয়ে পৌঁছুবে, শুরুতে যে সংখ্যাই বিবেচনা করা হোক না কেন

গণিতের ভাষায় বলতে গেলে,

n>0 i:(a0=nai=1)

অনুমানটি মিথ্যা হলে, এমন কোন সূচনা সংখ্যা পাওয়া যাবে, যার জন্য এমন একটা চক্রাকার অনুক্রম পাওয়া যাবে যেখানে 1 অনুপস্থিত, অথবা অনুক্রমটি সীমাহীন ভাবে বাড়তে থাকেবে। কিন্তু এ জাতীয় কোন অনুক্রমের সন্ধান পাওয়া যায়নি।

উদাহরণ

উদাহরণস্বরূপ n=12 হলে যে অনুক্রম পাওয়া যায় তা হল- 12, 6, 3, 10, 5, 16, 8, 4, 2, 1.

n=19 নিলে ১ এ পৌছাতে আরেকটু বেশি সময় লাগে। 19, 58, 29, 88, 44, 22, 11, 34, 17, 52, 26, 13, 40, 20, 10, 5, 16, 8, 4, 2, 1.

n=27 হলে ১১১ টি পদ তৈরি হয় এবং ১ এ পৌছানোর পূর্বে সর্বোচ্চ ৯২৩২ তে পৌছে।

টেমপ্লেট:CSG
  • তথ্যসূত্র

    টেমপ্লেট:সূত্র তালিকা

    টেমপ্লেট:গণিত-অসম্পূর্ণ