ডানাবর্ত ও বামাবর্ত

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
কোন পোলারিমিটারে (সমবর্তনমাপক যন্ত্র) একটি রাসায়নিক যৌগের ডানাবর্ত প্রদর্শন। পর্যবেক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে দেখানো, সমতলটি ডান দিকে (ঘড়ির কাঁটার দিকে) ঘোরানো।

রসায়নশাস্ত্রপদার্থবিজ্ঞানে, ডানাবর্ত (ইংরেজি: Dextrorotation) এবং বামাবর্ত (ইংরেজি: Levorotation/ Laevorotation)[] পরিভাষা দুটি, সমতল-সমবর্তিত আলোকরশ্মির আলোকীয় আবর্তন নির্দেশ করতে ব্যবহৃত হয়। পর্যবেক্ষকের দৃষ্টিভঙ্গি থেকে, ডানাবর্ত বলতে ঘড়ির কাঁটার অভিমুখে বা ডানহাতি ঘূর্ণন, এবং বামাবর্ত বলতে ঘড়ির কাঁটার বিপরীতে বা বামহাতি ঘূর্ণন বোঝায়।[][]

যে রাসায়নিক যৌগে ডানাবর্ত ঘটে, তাকে বলা হয় ডানাবর্তী (dextrorotatory বা dextrorotary); আর যে যৌগে বামাবর্ত ঘটে, তাকে বলা হয় বামাবর্তী (levorotatory বা levorotary)।[] এ ধরনের যৌগে অপ্রতিসম বা কাইরাল অণুর উপস্থিতি থাকে এবং এদের আলোক সক্রিয়তা বিদ্যমান রয়েছে বলে উল্লেখ করা হয়। যদি কোন কাইরাল অণু ডানাবর্তী হয়, তাহলে এর ইন্যানশিওমার (enantiomer; জ্যামিতিক দর্পণ প্রতিবিম্ব) হবে বামাবর্তী, এবং বিপরীতক্রমেও তা সত্য। ইন্যানশিওমারসমূহ সমতল-সমবর্তিত আলোকে একই কোণে ঘুরিয়ে দেয়, তবে বিপরীত দিকে।

কাইরালত্বে ব্যবহৃত উপসর্গসমূহ

টেমপ্লেট:মূল নিবন্ধটেমপ্লেট:আরও দেখুন

(+)- ও (−)- ; d- ও l- ; এবং D- ও L-

D-গ্লিসার‍্যালডিহাইড ( (R)-২,৩-ডাই হাইড্রক্সিপ্রপান্যাল) এর দ্বিমাত্রিক ফিশার অভিক্ষেপ

ডানাবর্তী যৌগকে অনেক সময় “(+)” অথবা “d” উপসর্গযোগে প্রকাশ করা হয়। একইভাবে, বামাবর্তী যৌগকে অনেক সময় “()” অথবা “l” উপসর্গ দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের “d” ও “l” উপসর্গ আর বড় হাতের “D” ও “L” এর মধ্যে পার্থক্য আছে। প্রাণরসায়ন শাস্ত্রে কাইরাল জৈব যৌগকে আলাদা করে বোঝাতে বড় হাতের অক্ষর ব্যবহৃত হয় এবং সেগুলো (+)–গ্লিসার‍্যালডিহাইড (HOCHA2CH(OH)CHO; যা সংজ্ঞানুসারে Dগঠনের) এর সাপেক্ষে যৌগগুলোর পরম রূপবিন্যাসের (absolute configuration) ভিত্তিতে গঠিত। পরম রূপবিন্যাস নির্দেশক উপসর্গ আর একই মৌলের আলোকীয় ঘূর্ণন বোঝাতে ব্যবহৃত উপসর্গ পরস্পর সম্পর্কিত না–ও হতে পারে।[] উদাহরণস্বরূপ, প্রোটিনের মধ্যে প্রাকৃতিকভাবে প্রাপ্ত উনিশ ধরনের Lঅ্যামিনো অ্যাসিড এর মধ্যে নয়টি অ্যাসিড Lউপসর্গযুক্ত হলেও, সেগুলো প্রকৃতপক্ষে ডানাবর্তী (তরঙ্গদৈর্ঘ্য ৫৮৯ ন্যানোমিটার), আবার বামাবর্তী বলে Dফ্রুক্টোজকে অনেক সময় “লেভুলোজ” বলা হয়ে থাকে।

(R)- এবং (S)-

কান–ইনগোল্ড–প্রেলগ অগ্রাধিকার নিয়মাবলি অনুসারে প্রাপ্ত (R) এবং (S) উপসর্গের সাথে ওপরের নিয়মের সাথে পার্থক্য এখানে যে, RS দ্বারা সমগ্র পরমাণুর জন্য নয়, বরং একটি নির্দিষ্ট স্টেরিওকেন্দ্রের পরম রূপবিন্যাস বোঝায়। কোন পরমাণুর একটিমাত্র স্টেরিওকেন্দ্র থাকলে তাকে R বা S দ্বারা প্রকাশ করা যায়, কিন্তু একাধিক স্টেরিওকেন্দ্র থাকলে তার একাধিক লেবেল প্রয়োজন হয়, যেমন (2R,3S)

যদি একজোড়া এমন ইন্যানশিওমার থাকে, যাদের প্রত্যেকের একটি করে স্টেরিওকেন্দ্র আছে; তাহলে একটি ইন্যানশিওমার হচ্ছে R এবং আরেকটি ইন্যানশিওমার হচ্ছে S; আর তাদের একটি বামাবর্তী এবং অপরটি ডানাবর্তী হয়। তা সত্বেও, এই দুই লেবেলের মধ্যে কোন পারস্পরিক সাধারণ সম্পর্ক নেই। কোন কোন ক্ষেত্রে, (R)ইন্যানশিওমার হচ্ছে ডানাবর্তী ইন্যানশিওমার, আবার কোন কোন ক্ষেত্রে (R)ইন্যানশিওমার হচ্ছে বামাবর্তী ইন্যানশিওমার। কেবলমাত্র পরীক্ষামূলক পরিমাপ কিংবা বিস্তারিত কম্পিউটার মডেলিং এর ভিত্তিতেই এই সম্পর্ক নির্ণয় করা সম্ভব।[]

নির্দিষ্ট ঘূর্ণন

টেমপ্লেট:মূল নিবন্ধকোন যৌগ কোন মাত্রায় ডানাবর্তী অথবা বামাবর্তী, তা পরিমাপের একটি প্রমিত পদ্ধতি হচ্ছে [α]নামক একটি রাশি, যা নির্দিষ্ট ঘূর্ণন (specific rotation) নামে পরিচিত। ডানাবর্তী যৌগের নির্দিষ্ট ঘূর্ণন ধনাত্মক এবং বামাবর্তী যৌগের নির্দিষ্ট ঘূর্ণন ঋণাত্মক হয়। যে কোন এক জোড়া ইন্যানশিওমারের নির্দিষ্ট ঘূর্ণন সমান, কিন্তু বিপরীত দিকবর্তী হয়।

নির্দিষ্ট ঘূর্ণন,

[α]

নির্ণয়ের সূত্র হচ্ছে:

[α]=αcl;

যেখানে,

α= পর্যবেক্ষণকৃত ঘূর্ণন (ডিগ্রি এককে),

c= ইন্যানশিওমার দ্রবণের ঘনমাত্রা (গ্রাম/মিলিলিটার এককে), এবং

l= পোলারিমিটার নলের দৈর্ঘ্য (ডেসিমিটার এককে)।

পোলারিমিটার এর নলের মধ্য দিয়ে অতিক্রান্ত হওয়ার সময়, তল-সমবর্তিত আলো কতগুলো কাইরাল পরমাণুর মুখোমুখি হয়, তার ওপর এর ঘূর্ণনের মাত্রা নির্ভর করে (এজন্যই সূত্রে নলের দৈর্ঘ্য এবং ইন্যানশিওমারের ঘনমাত্রা'র প্রয়োজন পড়ে)। অনেক ক্ষেত্রেই, তাপমাত্রা এবং ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্যের ওপরও তা নির্ভরশীল হয়ে থাকে।

অন্যান্য পরিভাষা

ফরাসি ভাষায়, ডানাবর্ত এবং বামাবর্ত পরিভাষা দুটির সমতুল্য প্রতিশব্দ যথাক্রমে dextrogyre (দেক্সত্রোজিয়ার) এবং levogyre (লেভোজিয়ার)। শদ দুটি ইংরেজিতে কদাচিৎ ব্যবহৃত হয়ে থাকে।[]

আরও দেখুন

টেমপ্লেট:Wiktionary

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা