ভুজ ও কোটি

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
কার্তেসীয় স্থানাঙ্ক তলের একটি চিত্র, যেখানে (২, ৩), (০, ০), (–৩, ১) ও (–১.৫, –২.৫) বিন্দুর স্থানাঙ্কর চরম মান দেওয়া হয়েছে। এই ক্রমিক যুগ্মের প্রথম মান হচ্ছে সংশ্লিষ্ট বিন্দুর ভুজ, এবং দ্বিতীয় মান হচ্ছে তার কোটি।

গণিতের পরিভাষায় ভুজকোটি হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানাঙ্ক। উদাহরণস্বরূপ, কার্তেসীয় তলে (x, y) কোনো বিন্দু হলে x হচ্ছে ভুজ এবং y হচ্ছে কোটি।

ভুজ x-অক্ষ (অনুভূমিক) স্থানাঙ্ক
কোটি y-অক্ষ (উল্লম্ব) স্থানাঙ্ক

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

বহিঃসংযোগ

টেমপ্লেট:অসম্পূর্ণ