মির

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

টেমপ্লেট:Infobox Space station মির(টেমপ্লেট:Lang-ru, টেমপ্লেট:IPA-ru; পৃথিবীর শান্তি) হল প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং পরে রাশিয়ার মালিকানাধীন পৃথিবীর নিম্ন কক্ষপথে আবর্তনকারী একটি স্পেস স্টেশন। এটি ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সক্রিয় ছিল। এটিই ছিল মনুষ্যনির্মিত প্রথম স্পেস স্টেশন যা ১৯৮৬ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মহাকাশে পৃথিবীর কক্ষপথে জোড়া হয়েছিল। মির তৈরীর আগে পৃথিবী থেকে উৎক্ষেপিত যেকোন নভোযান থেকে এর ভর অনেক বেশি ছিল। ২০০১ সালে কক্ষপথে ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটি ছিল পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণরত মনুষ্যনির্মিত সবচেয়েবড় বস্তু। মিরের পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রেকর্ডের এই জায়গাটি দখল করে নেয়। মূলত মহাশূন্যে জীববিজ্ঞান, মানব জীববিদ্যা, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও আবহাওয়াবিজ্ঞান নিয়ে গবেষণা করার জন্য মির একটি মাইক্রোগ্রাভিটি গবেষণাগার হিসেবে ব্যবহৃত হত।

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

বহিঃসংযোগ

টেমপ্লেট:S-start টেমপ্লেট:Succession box টেমপ্লেট:S-end