লরেন্টজ ফ্যাক্টর

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
মহাকর্ষের গতি এবং লরেন্টজ ফ্যাক্টর ইভেন্ট দিগন্তের দিকে ভাল
লরেন্টজ ফ্যাক্টর প্রমাণের পরিবর্তনশীল কোণ

লরেন্টজ ফ্যাক্টর বা লরেন্টজ গুণক হলো সেই ফ্যাক্টর বা গুণক যার দ্বারা কোনো গতিশীল বস্তুর আপেক্ষিক ভর, সময় এবং দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। ইহা বিশেষ আপেক্ষিকতার বেশকিছু সমীকরণে উপস্থিত রয়েছে এবং এটি লরেন্টজ রূপান্তর হতে উদ্ভূত হয়। পূর্বে লরেন্টজীয় তড়িৎগতিবিদ্যায় এর উপস্থিতির কারণে ওলন্দাজ পদার্থবিজ্ঞানী হেন্ড্রিক আন্টোন লোরেন্‌ৎস এর নামে এর এর নামকরণ করা হয়।[]

একে সাধারণত γ দ্বারা প্রকাশ করা হয়। কিছুক্ষেত্রে (বিশেষভাবে সুপারল্যুমিনাল গতির আলোচনায়) γ এর বদলে Γ (বড় হাতের γ) ব্যবহৃত হয়।[]

এর সাধারণ রূপ হলো:

γ=11v2c2=11β2

যেখানে,

লরেন্টজ রূপান্তর হতে লরেন্টজ ফ্যাক্টর

লরেন্টজ রূপান্তর অনুসারে[][],

x=γ(xvt)x=γ(x+vt)x=ctx=ct

প্রথম সমীকরণে তৃতীয় ও চতুর্থ সমীকরণের মান বসীয়ে,

ct=γt(cv)

দ্বিতীয় সমীকরণে তৃতীয় ও চতুর্থ সমীকরণের মান বসীয়ে,

ct=γt(cv)

পঞ্চম ও ষষ্ট সমীকরণ গুণ করে,

c2tt=γ2tt(c2v2)

শেষোক্ত সমীকরণটিকে γ এর জন্য সমাধান করলেই পাওয়া যায়,

γ=11v2c2

এখানে,

  • xx হলো জড় প্রসঙ্গ কাঠামো দ্বয় কর্তৃক পরিমাপ কৃত দুরত্ব,
  • tt হলো জড় প্রসঙ্গ কাঠামো দ্বয় কর্তৃক পরিমাপ কৃত সময়,
  • v হলো জড় প্রসঙ্গ কাঠামো দ্বয়ের মধ্যে আপেক্ষিক বেগ,
  • c হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ

আরো দেখুন

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

বহিঃসংযোগ