হান্সডিকার বিক্রিয়া
জৈব রসায়ন-এ হান্সডিকার বিক্রিয়া একটি নামাঙ্কিত বিক্রিয়া যাতে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণকে হ্যালোজেন সহযোগে বিক্রিয়া করিয়ে হ্যালোকার্বন প্রস্তুত করা হয়। এটিকে বোরোডিন-হান্সডিকার বিক্রিয়া বা বোরোডিন বিক্রিয়া ও বলা হয়।
এতে ডিকার্বক্সিলেশন (বা কার্বন বিয়োজন) এবং হ্যালোজিনেশন (বা হ্যালোজেন সংযোজন) উভয়ই ঘটে। বিজ্ঞানী ক্লেয়ার হান্সডিকার ও হেইঞ্জ হান্সডিকারকে এর আবিষ্কর্তা ধরা হয় এবং বিজ্ঞানী আলেকজান্ডার বোরোডিন প্রথম এই বিক্রিয়ার ব্যাখ্যা দেন টেমপ্লেট:Chem2 (মিথাইল ব্রোমাইড) তৈরীর মাধ্যমে (১৮৬১)।
বিক্রিয়া পদ্ধতি
নিম্নে চিত্রায়িত করা হল:
উৎপাদন ক্রম: ১° > ২° > ৩°
সীমাবদ্ধতা
অ্যালকিল আয়োডাইড এই পদ্ধতির সাহায্যে তৈরী করা হয় না। কারণ, এই পদ্ধতিতে সিলভার লবণ ও আয়োডিন মিশ্রিত হয়ে এস্টার তৈরী করে। ফলে কাঙ্ক্ষিত অ্যালকিল আয়োডাইড পাওয়া যায় না। এই সমস্যাটি বির্নবাউম-সিমোনিনি বিক্রিয়া নামে পরিচিত।