হার্জ

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

টেমপ্লেট:Infobox unit

বিভিন্ন f কম্পাঙ্কে আলোর ঝিলিক = 0.5 Hz (Hz = hertz), 1.0 Hz or 2.0 Hz, যেখানে টেমপ্লেট:J means বলতে বোঝাচ্ছে সেকেন্ডে x টি ঝিলিক। T হচ্ছে পর্যায়কাল এবং T = টেমপ্লেট:J (s = সেকেন্ড) বলতে y হচ্ছে প্রতি ঝিলিকে সেকেন্ডের সংখ্যা। T এবং f একে অপরের reciprocal: টেমপ্লেট:J and টেমপ্লেট:J.

হার্জ (প্রতীক Hz) হচ্ছে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কম্পাঙ্কের এস আই একক। একে পড়া হয় ১ সাইকেল প্রতি সেকেন্ড[] এর একটি অন্যতম সাধারণ ব্যবহার হল সাইন তরঙ্গ, রেডিও এবং যদিও ক্ষেত্রে, সঙ্গীতের কম্পাংক হিসেবে।

এককটির নামকরণ করা হয়েছে হেনরিক হার্টজ এর সম্মানে। তিনিই প্রথম তাড়িৎচৌম্বক তরঙ্গের অস্তিত্ব পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন।

আলোর ফ্রিকুয়েন্সির একক হল হার্টজ

ইতিহাস

জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিক রুডল্ফ হার্টজের নামানুসারে এই এককের নামকরণ। কারণ তাড়িৎচৌম্বক ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান। ১৯৩০সালে আন্তর্জাতিক তড়িৎপ্রযুক্তি পরিষদ (IEC) কর্তৃক এটি প্রতিষ্ঠিত হয়। [] ১৯৬০ এ General Conference on Weights and Measures (CGPM) কর্তৃক (Conférence générale des poids et mesures) এটি গৃহীত হয়। এই এককের পূর্বনাম ছিল সাইকেল প্রতি সেকেন্ড (cps), প্রাথমিকভাবে এর উপ আর অধিএকক "kilocycles per second (kc/s) এবং megacycles per second (Mc/s), আর বড়স্কেলে ব্যবহৃত হত kilomegacycles per second (kMc/s)। তবে "সাইকেল প্রতি সেকেন্ড" বা cycles per second এককটি ১৯৭০ সালের মধ্যে বৃহৎভাবে হার্জে প্রতিস্থাপিত হয়।

ব্যবহার

কম্পাঙ্কের তারতম্যে সাইন তরঙ্গ।
non-sinusoidal এর উদাহরণ হিসেবে হৃৎস্পন্দন এর বিস্তারিত। পর্যায়বৃত্তিক ঘটনা যা হার্জ দ্বারা বর্ণনা করা যায়। দুটি পূর্ণ চক্র প্রদর্শন করা হয়েছে।

কম্পন

তাড়িৎচৌম্বক বিকিরণ

তাড়িৎচৌম্বক বিকিরণকে প্রায়ই কম্পাংক দিয়ে বর্ণনা করা হয়। লম্বালম্বিভাবে থাকা বৈদ্যুতিক এবং চৌম্বকক্ষেত্রের মধ্যে প্রতি সেকেন্ডে ঘটা স্পন্দন(oscillation) সংখ্যাকে প্রকাশ করা হয় হার্জ বলে।

কম্পিউটার

এস আই গুণন একক

টেমপ্লেট:SI multiples

আরো দেখুন

তথ্যসূত্র

টেমপ্লেট:সূত্র তালিকা

বহিঃসংযোগ

  1. "hertz". (1992). American Heritage Dictionary of the English Language, 3rd ed. Boston: Houghton Mifflin.
  2. টেমপ্লেট:ওয়েব উদ্ধৃতি