সম-বিন্যাস (অবিচ্ছিন্ন)

testwiki থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

টেমপ্লেট:সম্ভাবনা বিন্যাস অবিচ্ছিন্ন সম-বিন্যাস (continuous uniform distribution) সম্ভাবনার এমন একটি অবিচ্ছিন্ন বিন্যাস, যার যেকোনো একই দৈর্ঘ্যের ব্যবধির (interval) সম্ভাবনা সমান। সমভাবে বিন্যস্ত কোনো দৈব চলক যদি কেবল a হতে b এর মাঝে মান নেয়, যেখানে a < b, তবে সম-বিন্যাসের সম্ভাবনা ঘনত্ব ফাংশন (probability density function) হবে:

f(x)={1ba   for a<x<b,0for x<a or x>b,see below   for x=a or x=b.

ঘনত্ব অপেক্ষকের মান ab তে একেকক্ষেত্রে একেক রকম ধরা হয়, কখনো শূন্য, কখনো 1/(b − a), কোনো কোনো ক্ষেত্রে 1/(2(b − a))। এই দুই প্রান্তিক মানের কারণে f(x) dx বা x f(x) dx এর সমাকলন মানে কোনো পরিবর্তন হয় না বিধায় f(a)f(b) সাধারণত অগুরুত্বপূর্ণ।

ক্রমযোজিত বিন্যাস ফাংশন (Cumulative Distribution Function)

সম-বিন্যাসের ক্রমযোজিত বিন্যাস ফাংশন হল:

F(x)={0for x<axaba   for ax<b1for xb

'সমতা'

সম-বিন্যাসের 'সমতা'-র নিহিতার্থ হল - সমভাবে বিন্যস্ত কোনো দৈব চলকের যেকোনো একই দৈর্ঘ্যের ব্যবধিতে পড়ার সম্ভাবনা সমান। যদি XU(a,b) হয় এবং d যদি [a,b] এর একটি ধ্রুব অনুব্যবধি (subinterval) হয়, যেখানে d0, তাহলে X-এর যেকোনো d দৈর্ঘ্যের ব্যবধিতে পড়ার সম্ভাবনা -

P(X[x,x+d])=xx+d1/(ba)dy=((x+d)x)/(ba)=d/(ba)

হবে, যা ধ্রুব। অতএব - যেকোনো একই দৈর্ঘ্যের ব্যবধিতে পড়ার সম্ভাবনা সমান।

পরিমিত সম-বিন্যাস

সম-বিন্যাসের a = 0 ও b = 1 হলে তাকে পরিমিত সম-বিন্যাস বলে। পরিমিত সম-বিন্যাসের একটি বৈশিষ্ট্য হল, যদি U1 পরিমিত সম-বিন্যস্ত একটি দৈব চলক হয়, অর্থাৎ -

U1UNIFORM(0,1)

তাহলে 1-U1 ও সমভাবে বিন্যস্ত হবে, অর্থাৎ -

1U1UNIFORM(0,1)

অন্যান্য বিন্যাসের সাথে সম্পর্ক

hu:Egyenletes eloszlás su:Sebaran seragam#Kasus kontinyu